কারাগারে যুবদল নেতা এনাম

কারাগারে যুবদল নেতা এনাম

নিজস্ব প্রতিবেদক

পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১১ জুন) ঢাকার পৃথক তিনটি ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পল্টন থানার পৃথক চার মামলায় ১২ বছরে দণ্ডিত হন যুবদল নেতা এনাম।

তবে তিনি এসব মামলায় পলাতক আসামি ছিলেন। এ জন্য তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম, মো. আক্তারুজ্জামান ও মেহেরা মাহাবুবের পৃথক তিনটি আদালত তার জামিন নামঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক