তানজিম সাকিবের তাণ্ডব, ২৩ রানেই ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার

তানজিম সাকিবের তাণ্ডব, ২৩ রানেই ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক

নাসাউ কাউন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। অবাক করা এই সিদ্ধান্ত নিয়ে প্রোটিয়ারা নিজেরাই পড়েছে বিপদে। বাংলাদেশি পেসারদের তাণ্ডবে ২৩ রানেই দলটি হারিয়ে বসেছে ৪ উইকেট। পাওয়ারপ্লেতে তুলতে পেরেছে মোটে ২৯ রান।

আজ সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকান ওপেনার ডি কক দেন ঝোড়ো শুরুর ইঙ্গিত। তবে প্রথম ওভারের শেষ বলে হেনড্রিকসে ফিরিয়ে দেন তানজিম হাসান সাকিব। এলবিডব্লুউ হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন হেনড্রিকস।  

পরের ওভারে তাসকিন আহমেদ খরচ করেন ৭ রান।

এরপর বোলিংয়ে এসে বিপদজনক হয়ে ওঠা ডি কককেও ফিরিয়ে আবার দলকে আনন্দে ভাসান সাকিব। এবার তার দারুণ এক ডেলিভারিতে শট খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডি কক। ১১ বলে ১৮ রান করেন তিনি।  

দ্বিতীয় ওভারে এসে তাসকিনও পান সাফল্য। তিনি বোল্ড করে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারক্রামকে। তার বলের লাইন মিস করে ৪ রান করেই সাজঘরে ফেরেন মারক্রাম। এরপর টানা তৃতীয় ওভারে বল করতে এসে ত্রিস্টান স্টাবকেও খালি হাতে ফিরিয়ে দেন তানজিম সাকিব।

news24bd.tv/SHS