সিলেটে টিলা ধস, আটকদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন

সংগৃহীত ছবি

সিলেটে টিলা ধস, আটকদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন

অনলাইন ডেস্ক

সিলেটের চামেলীবাগে একটি টিলা ধসে পড়ে একই পরিবারের তিনজন সদস্য মাটির নিচে চাপা পড়েছেন। তাদেরকে জীবিত উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার সকাল ৬টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের তিনজন মাটির নিচে চাপা পড়েন।

তাদের জীবিত উদ্ধারে প্রথমে ফায়ার সার্ভিস ও পুলিশ যোগ দিলেও পড়ে সেনাবাহিনীকেও উদ্ধারকাজে অন্তর্ভুক্ত করা হয়।

আটকে পড়া তিনজন হলেন- আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মি আক্তার রুজি ও ১৫ মাস বয়সের শিশু তানিম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন মাটির নিচে চাপা পড়েন।

ইতোমধ্যে একটি পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের তিনজন এখনও আটকা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক