সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেলো মৌয়ালের

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেলো মৌয়ালের

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল এলাকায় কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবনের গহীনে গজালমারী খাল সাতরে পার হবার সময় এ ঘটনা ঘটে।  

এ সময় কুমিরের আক্রমণ থেকে আরও তিন জেলে প্রাণ রক্ষা পায়। কুমিরের আক্রমণে প্রাণ হারানো মৌয়াল মোশাররফ গাজীর বাড়ি খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মধু আহরণ করতে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামে চার মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে। শনিবার দুপুরে ফিরে আসার সময় দুপুর একটার দিকে গজালমারী খাল সাতরে পার হবার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন।  

এ সময়ে একটি কুমির মৌয়াল মোশাররফ গাজীকে করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়। ঘটনার সময় বাকি তিন মৌয়াল সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মণ্ডল (৪৪) নদী সাঁতরে তীরে উঠতে পারায় তারা প্রাণে বেঁচে যান।

তিনঘণ্টা পর করমজলের ভারানী এলাকা থেকে কুমিরের আক্রামনে ক্ষতবিক্ষত মৌয়ারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ মৌয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

news24bd.tv/কেআই