এ বাজেট গণবিরোধী, কালো টাকা সাদা করার: ফখরুল

এ বাজেট গণবিরোধী, কালো টাকা সাদা করার: ফখরুল

মাহমুদুল হাসান

প্রস্তাবিত বাজেট কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর। আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বাংলাদেশের কৃষি উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল।

আলোচনা সভায় বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়নে জিয়াউর রহমানের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপরে প্রতিক্রিয়া জানান।

বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না।

এই বাজেটকে গণবিরোধী বাজেট বলে উল্লেখ করেন তিনি।

বাজেটে কালো টাকা সাদা করতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ এবং বৈধ উপার্জনের ওপরে ৩০ শতাংশ করারোপ করারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

বাজেটে শিল্প নির্মাণ সামগ্রীর ওপর অধিক কর আরোপেরও সমালোচনা করেন তিনি।

news24bd.tv/তৌহিদ