সড়ক-সেতু-রেলে বরাদ্দ কমেছে, বেড়েছে নৌপরিবহনে

সংগৃহীত ছবি

সড়ক-সেতু-রেলে বরাদ্দ কমেছে, বেড়েছে নৌপরিবহনে

অনলাইন ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমেছে। তবে উল্টো চিত্র নৌপরিবহন মন্ত্রণালয়ে। গত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে।  

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় দেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।

তার বক্তৃতায় উঠে আসে বরাদ্দের এই চিত্র।  

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য নতুন অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৮ হাজার ১৪৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যার পরিমাণ ছিল ৩৯ হাজার ৭১০ কোটি টাকা।  

এই মন্ত্রণালয়ের সেতু বিভাগ সাত হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেয়েছে, যা গেল অর্থবছরের প্রস্তাবে ছিল ৯ হাজার ৭৩ কোটি টাকা।

বাজেট প্রস্তাবে রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে ১৮ হাজার ৭২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯ হাজার ১০ কোটি টাকা।

অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ ছিল ১০ হাজার ১০৮ কোটি টাকা। সেখান থেকে বাড়িয়ে নতুন অর্থবছরের জন্য ১১ হাজার ২৭০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

news24bd.tv/DHL