ভারত ম্যাচকে সামনে রেখে নিউইয়র্কে বাংলাদেশ

ভারত ম্যাচকে সামনে রেখে নিউইয়র্কে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টি২০ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা মোটেও ভালো হচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে টি২০ সিরিজ হারার পর একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা ছিল নাজমুল হোসেন শান্তর দলের। তবে ডালাসে সেই ম্যাচটি পরিত্যক্ত হয় আবহাওয়াজনিত কারণে।  

বিশ্বকাপের মূল পর্বে নামার আগে অবশ্য নিজেদের ঝালিতে নিতে আরও একটি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।

এবার প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ১ জুন নাসাও কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মার দলের বিপক্ষে নামবে টাইগাররা। তার আগে গতকাল বুধবার (২৯ মে) মধ্যরাতে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ দল।  

তবে এ ওয়ার্ম আপ ম্যাচে খেলবেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

এখনো দলের সঙ্গেই যোগ দেন কোহলি।  

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত এই ম্যাচের পরেই ডালাসে ২ জুন পর্দা উঠবে টি২০ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ‍মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্য দলগুলো নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

news24bd.tv/SHS