বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করতে পারে রিমাল

সংগৃহীত ছবি

বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করতে পারে রিমাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আজ সোমবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেলের পরপরই সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করবে এটি।

সকালে আবহাওয়ার এক জরুরী ব্রিফিংয়ে জানানো হয়, রিমালের প্রভাবে রাজধানীতে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ৩টার পর রাজধানী অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি৷ এসময় বাতাসের গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার৷

এদিকে ঝড়ের প্রভাবে বন্দর নগরী চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই মুহূর্তে যশোর ও তার নিকটবর্তী জায়গায় অবস্থান করছে রিমাল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক