মহাবিপদ সংকেতের দিকে ঘূর্ণিঝড় রিমাল

সংগৃহীত ছবি

মহাবিপদ সংকেতের দিকে ঘূর্ণিঝড় রিমাল

নিজস্ব প্রতিবেদক

ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। দুই থেকে তিন ঘণ্টা পর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান। রোববার (২৬ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরে পরিদর্শনে এসে একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাতে অগ্রভাগের গতি কমে যাওয়ায় দুপুরের পর থেকে এর প্রভাব শুরু হবে।

ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হবে পুরো উপকূলীয় অঞ্চলে। আর মধ্যরাতে মূল অংশ আঘাত হানবে পটুয়াখালীতে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রে বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার। কিন্তু আঘাত হানার সময় তা বেড়ে দাঁড়াতে পারে ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত।

প্রচুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধস হতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, চার হাজার নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, এখন পর্যন্ত ৫০ শতাংশ মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

news24bd.tv/ab