তিনদিন ধরে চলবে ঘূর্ণিঝড় রেমাল

সংগৃহীত ছবি

তিনদিন ধরে চলবে ঘূর্ণিঝড় রেমাল

অনলাইন ডেস্ক

শনিবার (২৫ মে) রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর টানা তিনদিন ধরে ঘূর্নিঝড় রেমাল বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় ও ভারতীয় আবহাওয়া অফিস। বাংলাদেশ আবহাওয়া বিভাগের দেয়া তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ ঘূর্নিঝড়ে রূপ নিচ্ছে এবং শনিবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে উপকূলীয় অঞ্চলে বিপদজনক ঘূর্নিঝড় হিসেবে এটির আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

শনিবার বিকেল পর্যন্ত ঘূর্নিঝড় রেমাল পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্নিঝড় রেমালের অধিকাংশ প্রভাব বাংলাদেশের উপর পড়বে। আঘাত হানার পর দেশের প্রায় সর্বত্র ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং দূর্বল হয়ে যাওয়ার পরেও তিনদিনব্যাপী এর রেশ থেকে যাবে।

news24bd.tv/ab