একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু কাল  

মোবাইলে ফল দেখছে কয়েকজন শিক্ষার্থী (ফাইল ছবি)

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু কাল  

অনলাইন ডেস্ক

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে রোববার (২৬ মে) থেকে। ১১ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। আবেদন করতে লাগবে ১৫০ টাকা। যা বিকাশের মাধ্যমেও দেওয়া যাবে।

আবেদনকারী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে।  

এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার কলেজে যাওয়ার পালা তাদের। ২৩ জুন প্রথম ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

 

এবার আবেদন নেওয়া হবে তিন ধাপে।  

দ্বিতীয় ধাপের আবেদন করা যাবে ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে। আর তৃতীয় ধাপের আবেদন করা যাবে ৯ ও ১০ জুলাই। অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি ১৫০ টাকা। এই অর্থ দেওয়া যাবে বিকাশের মাধ্যমেও।

এ বছর ৯৩ শতাংশ মেধা কোটায় ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও ১ শতাংশ মন্ত্রণালয়ের অধীনে দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে।  

এসএসসিতে পাস করা শিক্ষার্থীর একটা বড় অংশ পরে ঝরে পড়ে বলে জানান সাবেক এই শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

news24bd.tv/আইএএম