বাংলাদেশ খারাপ করলে কেনো জবাবদিহিতা থাকবে না?

বাংলাদেশ খারাপ করলে কেনো জবাবদিহিতা থাকবে না?

সুদীপ চক্রবর্তী

আসন্ন টি২০ বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের সাথে টি২০ সিরিজ খেলছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের মাটিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলকে হারিয়ে রীতিমতো সিরিজ জিতে নিয়েছে তারা। এর আগে কখনো যুক্তরাষ্ট্র এমন অর্জনের সাক্ষী হতে পারেনি।

বিশ্বকাপের আগে বাংলাদেশের এই হারে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়।

বিষয়টি নিয়ে সাবেক জাতীয় ক্রিকেটার তুষার ইমরানের সাথে কথা হয় নিউজ টোয়েন্টিফোরের।

এমন ব্যর্থতার দায়ভার কে নেবে সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের সফলতায় যদি বোনাস দেওয়া হয় তাহলে ব্যর্থতারও জবাবদিহিতাও থাকা উচিত।

এ সময় তিনি আরও বলেন, ওদের (বাংলাদেশ) পিচ নিয়ে আইডিয়া ছিলো না। টি২০ ফরম্যাটের জন্য আমাদের প্রস্তুতির অভাব রয়েছে।

দল গঠন বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হাথুরুসিংহের কথা অনুযায়ী দল করা হয়েছে। দল গঠনে কোচের চাওয়া পাওয়া থাকে। সে হেড ও ব্যাটিং কোচ। এতোদিনে তার আন্ডারে কেনো খারাপ হচ্ছে তা বোঝা উচিত। টি২০ ফরম্যাটের জন্য আমরা ওইভাবে প্রস্তুত হতে পারিনি।

ওয়ার্ল্ড কাপের আগে এরকম সিরিজ হওয়া ভালো। ভুললে চলবে না যে আমাদের মূল ফোকাস ওয়ার্ল্ড কাপ। টিমে আহামরি কাটছেরা করার মতো কিছু ছিলো না। আমাদের ওয়ার্ল্ড কাপের দিকে লক্ষ্য করা উচিত।  

news24bd.tv/SC