'কোচের ইচ্ছায় সব হলে হারের দায়িত্বও নিতে হবে'

নাজমুল আবেদীন ফাহিম ও হাথুরুসিংহে

'কোচের ইচ্ছায় সব হলে হারের দায়িত্বও নিতে হবে'

সুদীপ চক্রবর্তী

যুক্তরাষ্ট্রের সাথে টি২০ বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে শোচনীয় হারের দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা।

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের মাটিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলকে হারিয়ে রীতিমতো সিরিজ জিতে নিয়েছে তারা।

বাংলাদেশের এই হারকে কীভাবে দেখা দেখা হচ্ছে তা নিয়ে ক্রিকেট কোচ এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক গেম ডেভলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের কাছে প্রশ্ন করা হয় নিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে।

বাংলাদেশের হার কেমন চোখে দেখছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে খারাপ খেলছে।

আমরা কোনোভাবেই ইতিবাচক ব্যাটিং শুরু করতে পারিনি। আমাদের আস্থার অভাব রয়েছে। বাংলাদেশ নিজের সাথেই যুদ্ধ করছে।

এ সময় তিনি বলেন, দল হিসেবে ইউএসএ খারাপ না।

যথেষ্ট অভিজ্ঞ।

বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, শুরুর দিকে স্লো খেলা দলকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে ওপেনাররা। তিন নম্বরে শান্তর পারফরম্যান্স দলকে অসুবিধায় ফেলছে। ফরমেশন বা ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে। সাকিবের সাথে শান্তর ব্যাটিং অর্ডারের রদবদল করা যেতে পারে।

পেসারদের গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের দলে ৫ জন পেস বোলার, ৩ জন স্পিনার দরকার।

বিদেশি কোচরা খারাপ করলে দেশিয় কোচের দিকে প্রাধান্য দেওয়া উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে প্রায় সবকিছু কোচের ইচ্ছা অনুযায়ী হয়। কোচেরও এই দায় নিতে হবে। কি করলে বাংলাদেশ ঘুরে দাড়াতে পারে। কিন্তু যে অবস্থা দেখলাম তাতে কি করে তারা (কোচ) স্যাটিসফাইড হয়!

news24bd.tv/SC