জনসংখ্যা তেমন না বাড়লেও পরীক্ষার্থী দ্বিগুণ বেড়েছে: শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জনসংখ্যা তেমন না বাড়লেও পরীক্ষার্থী দ্বিগুণ বেড়েছে: শিক্ষামন্ত্রী 

সজল দাস

দেশের জনসংখ্যা তেমন না বাড়লেও পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ২০০৮ সালে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ১৩ হাজার। সেখান থেকে ২০২৪ সালে পরীক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজারের বেশি। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ শিক্ষা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

রোববার (১২ মে) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কাম্য শিক্ষার্থীর সংখ্যা ঠিক না থাকলে সরকারি সুবিধা পাবে না শিক্ষা প্রতিষ্ঠান। কেন শিক্ষার্থীরা অন্য কোথাও চলে যাচ্ছে তা ওই শিক্ষা প্রতিষ্ঠানকেই খুঁজে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ।

এরমধ্যে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ ও ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ১ হাজার ৪৪৯ জন।

news24bd.tv/তৌহিদ