সিরাজগঞ্জে শিশু বলাৎকার, মোবাইলমেকার গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিশু বলাৎকার, মোবাইলমেকার গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের মিরপুর উত্তরপাড়া মহল্লায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল আলিম ওরফে লিটন মুন্সী (৪০) নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার (১০ মে) সকালে এ ঘটনায় শিশুটির বাবা আনিছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার আব্দুল আলিম ওরফে লিটন মুন্সী মিরপুর উত্তরপাড়া মহল্লার আমজাদ হোসেন মন্ডলের ছেলে।

মামলার বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মিরপুর গ্রামের ট্রাকের হেলপার আনিসুর রহমানের ছেলে ও মালশাপাড়া হলি চাইল্ড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রিফাত রহমান (১০) মিরপুর স্কুল মাঠে খেলার জন্য লিটন মুন্সীর মোবাইলের সার্ভিসিংয়ের দোকানের সামনে দিয়ে যাবার সময় লিটন মুন্সী রিফাতকে হাত ধরে দোকানের ভিতর নিয়ে যায়। এ সময় সে রিফাতকে মোবাইল ফোন দিবে এমন লোভ দেখিয়ে তার পরনের প্যান্ট খুলে বলাৎকার করে এবং বিষয়টি কাউকে বললে মেরে ফেলার ভয় দেখায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে তার দাদিকে বিষয়টি জানায়।

এরপর বিকেল ৪টার দিকে শিশুটির বাবা আনিছ বাড়িতে আসলে তাকে বিষয়টি জানালে সে স্থানীয় লোকজন নিয়ে লিটন মুন্সীর দোকানে গেলে কথার এক পর্যায়ে লিটন মুন্সী বলাতৎকারের বিষয়টি স্বীকার করে এবং ক্ষমা চায়।

পরে উত্তেজিত জনতা তাকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রেখে ৯৯৯ কল দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক