প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড

প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড

প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মৌসুম দেখল ফুটবলপ্রেমীরা। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে মোট ১২৪৬টি গোল হয়েছে। যা ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড।

সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল ১৯৯২-৯৩ মৌসুমে।

সব দল মিলে সেই মৌসুমে ১২২২টি গোল করেছিল। সে সময় ২২টি দল নিয়ে খেলা হতো প্রিমিয়ার লিগ। এখন ২০ দল নিয়ে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার লিগ মৌসুম।

এদিকে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারটি শিরোপা জয়ের রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি।

এই রেকর্ড গড়তে সিটিজেনরা ৯৬ গোল করেছে। যা মৌসুমে সর্বোচ্চ। রোববার (১৯ মে) নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

রানার্সআপ আর্সেনাল এখানেও দ্বিতীয়, করেছে ৯১ গোল। লিভারপুল গোল করেছে ৮৬টি। আর গোল করার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। মৌসুমে ৮৫টি গোল করেছে টেবিলের সাতে থেকে লিগ শেষ করা দলটি।

চলতি মৌসুমে গোল হজমের দিকে ইতিহাস গড়েছে শেফিল্ড ইউনাইটেড। ২০২৩-২৪ মৌসুমে ১০৪টি হজম করেছে তারা, যা প্রিমিয়ার লিগের রেকর্ড।   

news24bd.tv/aa