যেভাবে হাতঘড়ি বাঁচালো নারীর জীবন

হাতঘড়ি

যেভাবে হাতঘড়ি বাঁচালো নারীর জীবন

অনলাইন ডেস্ক

ভারতে দিল্লিতে ৩৫ বছর বয়সী নারী স্নেহা সিনহা, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত ৯ এপ্রিল সন্ধ্যায় তিনি দ্রুত হৃৎস্পন্দন অনুভব করতে শুরু করেছিলেন। যদিও, সেই সময় মানসিক চাপের কারণে তিনি এটিকে প্যানিক অ্যাটাক বলে মনে করেছিলেন। তাই তিনি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সহ পরিমিত পানি পান করতেও শুরু করেন।

তবুও এই অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না।

 তবে, সেই সময় তিনি হাতে অ্যাপল ওয়াচ পরেছিলেন। আর এই সময় ডিভাইসটি তাকে চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়। পাশাপাশি ঘড়িটি ‘অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন’ নামের একটি গুরুতর হার্টের সমস্যাও নিশ্চিত করে। যার ফলে তিনি স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে ওঠেন।

তবে, প্রথমে তিনি বিষয়টিকে অবহেলা করলেও পরবর্তীকালে যখন তিনি লক্ষ্য করেন প্রতি মিনিটে তার হৃদস্পন্দন ২৫০ বিটের উপর বেড়ে চলেছে, তখন তিনি অ্যাপল ওয়াচের পরামর্শ মত ডাক্তারের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন।

হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার দ্রুত তার চিকিৎসা শুরু করেন এবং হৃদস্পন্দন স্বাভাবিক করার জন্য ডিসি শক দেন। ডাক্তারদের মতে সঠিক সময় হাসপাতালে না পৌঁছালে স্নেহার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক