রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি, নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি, নিহত ১

অনলাইন ডেস্ক

রোববার রাতে রাজধানীতে বজ্রপাতসহ প্রায় এক ঘণ্টার শিলাবৃষ্টিতে স্বস্তি নেমেছে জনজীবনে। তবে, ঝড়ো হাওয়ায় ঘটেছে বেশকিছু দুর্ঘটনা। ঝড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙ্গে পড়ে। এসময় মোহাম্মাদপুরে ঢাকা উদ্যান এলাকায় বহুতল ভবনের নির্মানাধীন দেওয়াল চাপায় মারা গেছেন এক গৃহ পরিচারিকা।

আহত হয় আরও ৬ জন।

জানা গেছে, নির্মাণাধীন ১৬ তলা ভবনঘেঁষা নিচে টিনশেড বাসায় বিশ্রামরত অবস্থায় ছিলেন গৃহকর্মী রেশমা মারা যান।

সন্ধ্যা থেকেই ঢাকার আবহাওয়া ছিলো কিছুটা শীতল। রাত ১০টা নাগাদ মুষলধারে নামে বৃষ্টি।

এসময় কাল বৈশাখী ঝড়ের সঙ্গে যোগ হয় শিলাবৃষ্টি। যাতে রাজধানীর অনেক জায়গায় তৈরি হয় জলজট।  

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড় বাতাসের সময় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার।  

news24bd.tv/TR  
 

এই রকম আরও টপিক