বিদেশে ভারত বিরোধী সন্ত্রাসী হত্যায় তৎপর মোদি সরকার

ডি এস পন্নুন

দ্যা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

বিদেশে ভারত বিরোধী সন্ত্রাসী হত্যায় তৎপর মোদি সরকার

অনলাইন ডেস্ক

ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপির ফলাফল বিপর্যয়ের কথা শোনা যাচ্ছে। এরিমধ্যে গত সোমবার( ২৯ এপ্রিল) মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে।  মঙ্গলবার ( ৩০ এপ্রিল) আনন্দবাজারও এ নিয়ে রিপোর্ট করেছে।

 প্রতিবেদনে বলা হয়েছে,নরেন্দ্র মোদি সরকার  বিদেশে ভারতবিরোধী ভারতীয়  সন্ত্রাসীদের হত্যার তৎপরতায় জড়িত।  

তবে আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সয়াল এক বিবৃতিতে  মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই রিপোর্টকে অযৌক্তিক ও অপ্রমাণিত বলে নিন্দা করেছেন।  
দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত  রিপোর্টে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে খালিস্তানি নেতা ডি এস পন্নুনকে হত্যা চেষ্টা করেছিল ভারতের গুপ্তচর সংস্থা ‘র’।  
র-এর তৎকালীন প্রধান সমন্ত গোয়েল এই হত্যার সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন, এবং বিক্রম যাদব নামে এক ‘র’ অফিসার এই পরিকল্পনার সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

তিনিই একটি ঘাতক দল ভাড়া করে পন্নুনের যাবতীয় গতিবিধির কথা তাদের জানিয়েছিলেন, এবং বিক্রম লিখেছিলেন, ‘এই হত্যাই আমাদের অগ্রাধিকার। ’ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বিষয়টি জানতেন।
এই রিপোর্ট সম্পর্কে ডোভাল বা গোয়েল এখনও  কোনও প্রতিক্রিয়া জানাননি বলে সংবাদপত্রটির দাবি।  

news24bd.tv/ডিডি