আজ শুরু হতে পারে হৃদরোগ হাসপাতালে অস্ত্রোপচার

টানা তিন দিন বন্ধ 

আজ শুরু হতে পারে হৃদরোগ হাসপাতালে অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক

এসি নষ্ট এবং অক্সিজেন সরবরাহে সমস্যার কারণে টানা তিন দিন বন্ধ ছিল রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অস্ত্রোপচার। তবে তাৎক্ষণিক এসি স্থাপন ও মেরামতের জন্য বরাদ্দ পাওয়ায় আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকেই শুরু হতে পারে অস্ত্রোপচার।  

এর আগে, গত রোববার সংবাদ মাধ্যমে উঠে আসে হাসপাতালের আইসিইউর এসি নষ্ট এবং অক্সিজেন সরবরাহে সমস্যার কারণে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। এরপরই ওই হাসপাতালে যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসানসহ একটি প্রতিনিধিদল।

তখন তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে হাসপাতালে এসি স্থাপন ও মেরামতের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের কথা জানানো হয়।

এরপর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, মঙ্গলবার থেকে চারটি ওটিতে অপারেশন শুরু হবে।  

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে উঠে আসে হৃদরোগ হাসপাতালে দুটি ইউনিটে ১০টি এসি আছে। তার মধ্যে তিনটি পুরোপুরি নষ্ট।

সচলগুলোর মধ্যেও কয়েকটি পুরোপুরি কাজ করছে না। এছাড়া এইচডিইউতে এখন কোনো এসিই চলেছ না। সেগুলো দ্রুত মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/SHS