বিদ্যুতের তার ছিঁড়ে রাজধানীর বাড্ডা এলাকায় লোডশেডিং

প্রতীকী ছবি

বিদ্যুতের তার ছিঁড়ে রাজধানীর বাড্ডা এলাকায় লোডশেডিং

অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ১৩২ কেভি বৈদ্যুতিক তারের লাইন আজ সোমবার ছিঁড়ে গেছে। এতে বাড্ডা, মধ্যবাড্ডা এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হয়েছে। এ চাপ পড়েছে টঙ্গী এলাকায়। সেখানেও লোডশেডিং হয়েছে।

 

জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মধ্যবাড্ডা এলাকায় টানা লোডশেডিং ছিল। এরপর দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লোডশেডিং ছিল। বাড্ডা এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত এবং পরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। দীর্ঘ সময় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে এসব এলাকার বাসিন্দাদের।

টানা লোডশেডিংয়ের বিষয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, রামপুরা থেকে বাড্ডা পিজিসিবির ১৩২কেভি লাইন ছিঁড়ে গিয়েছিল, যার কারণে সাময়িক সমস্যা হয়েছে। এ চাপ পড়েছে টঙ্গী এলাকায়। সেখানেও লোডশেডিং হয়েছে। সমস্যা সাময়িক ছিল। এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে।

news24bd.tv/কেআই