গরমের সময় যেসব আমল করবেন

গরমের সময় যেসব আমল করবেন

গরমের সময় যেসব আমল করবেন

অনলাইন ডেস্ক

তীব্র তাপদাহ হলো জাহান্নামের নিঃশ্বাস, তাই জাহান্নামের ভয়ে বেশি করে এবং লম্বা লম্বা সূরা দিয়ে নফল নামাজ আদায় করা উত্তম। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তাপদাহ হবে, তখন বেশি নামাজ আদায় করো।

কারণ তীব্র তাপদাহ হলো জাহান্নামের নিঃশ্বাস’। (শিশকাত: ৫৯১)
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার জন্য রাসূল (সা.) আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন।

নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হলো।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ 

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা’।

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে’। (সুনানে আবু দাউদ: ১৫৪৫)

আসুন আমরা সবাই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দোয়াটি পড়ি ও শেয়ার দিয়ে অন্যদের পড়তে বলি।

ইয়া আল্লাহ! আমাদের সবাইকে জাহান্নামের নিঃশ্বাস অতিরিক্ত গরমের হাত থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

news24bd.tv/aa