গুরুদুয়ারায় নানক শাহীর খালসা দিবস উপলক্ষে নগর কীর্তন  

গুরু দুয়ারা নানক শাহী

গুরুদুয়ারায় নানক শাহীর খালসা দিবস উপলক্ষে নগর কীর্তন  

অনলাইন ডেস্ক

শিখদের ধর্মীয় গুরু নানক শাহীর ৩২৫তম খালসা দিবস উপলক্ষে নগর কীর্তন করেছে শিখ ধর্মের অনুসারীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা থেকে কীর্তন শুরু করেন তারা। পরে টিএসসি জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে আবার গুরুদুয়ারাতে ফিরে আসেন।  

এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশের মানুষ অংশ নেয়।

এ সময়, বাংলাদেশের শিখ প্রধান সান্ত বাবা সুক্ষা সিং ধনী, গরিব, জাতি, ধর্ম মিলে মিশে খাওয়া, কেউ যেন ক্ষুদার্ত না থাকে সে ব্যবস্থা করা এবং সবাইকে হালাল উপার্জনের পরামর্শ দেন।  

এছাড়া সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশে ৫ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলাকালে নিরাপত্তাসহ সব স্তরের সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানান তারা।
news24bd.tv/আইএএম

সম্পর্কিত খবর