নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন এমপি

কৃষকদের ধান কেটে দেওয়া হচ্ছে

নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন এমপি

অনলাইন ডেস্ক

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা। এতে করে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকদের পাকা বোরো ধান কেটে দিয়েছেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শরণখোলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মাঠের পাকা বোরো ধান কেটে দেন তারা।

 

শরণখোলা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বোরো ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে। সারের দাবিতে মিছিল করায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে কোনো দাবি নিয়ে কৃষককে রাজপথে নামতে হয়নি। আর কোনোদিন রাজপথে নামতেও হবে না।

কারণ বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ও মর্যাদা দিয়েছে। সরকার ভর্তুকির মাধ্যমে ৫৭ টাকায় সার কিনে মাত্র ২৭ টাকায় কৃষকদের মাঝে বণ্টন করছে। তাছাড়া সরকার ধান ক্রয় করায় কৃষকরা আজ ন্যায্যমূল্যে তাদের ধান বিক্রি করতে পারছেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। গবেষণার মাধ্যমে ধানসহ নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন হচ্ছে। লবণাক্ত অঞ্চলের জন্য লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করায় উপকূলে সারা বছরই ধানচাষ হচ্ছে এখন। মাঠে মাঠে নানান জাতের ফসল ফলছে। তীব্র তাপদাহে শ্রমিক সংকটের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকদের সাথে মাঠ থেকে তাদের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন, এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সফলতা।

উপজেলা কৃষি অফিস জানায়, শরণখোলার চারটি ইউনিয়নে এ বছর ১ হাজার ২০০ হেক্টর পতিত জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি ও পরামর্শে হেক্টর প্রতি সাড়ে ৬ মেট্রিক টন ফলন হয়েছে। এই উপজেরায় ৮ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। প্রতি বিঘা জমি চাষাবাদে কৃষকের খরচ হয়েছে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ ধানের বাজার মূল্য এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। ধান বিক্রি করে কৃষক বেশ লাভবান হবেন। তীব্র তাপদাহে শ্রমিক সংকটের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকদের সাথে মাঠ থেকে তাদের পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে সহয়তা করছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ফসল কর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম খোকন, প্রবীণ আওয়ামীগ নেতা এম এ রশিদ আকন, শহীদ হোসেন বাবুল আকন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার প্রমুখ।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক