সড়ক দুর্ঘটনায় সহপাঠী মৃত্যুর ঘটনায় চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় সহপাঠী মৃত্যুর ঘটনায় চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ।

সড়ক দুর্ঘটনায় সহপাঠী মৃত্যুর ঘটনায় চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে চুয়েটের সামনের সড়কে গাছ ফেলে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের দাবী, এই সড়কে বেপরোয়া যানবাহনের কারণে এর আগেও চুয়েটের অনেক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কিন্তু তারপরও এই সড়কে কমেনি লাইসেন্সবিহীন বিভিন্ন লোকাল বাসের দৌরাত্ম। কর্তৃপক্ষ বারবার এ ব্যাপারে আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা না নেয়ায় বারবার এই সড়কে চুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে।

এ সময় অনতিবিলম্বে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবৈধ লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধ , নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদ সড়কের দাবী জানান চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে কাপ্তাই সড়কে বেপরোয়া যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

news24bd.tv/ab