'মাঠ ছাড়ব না, ভোটের শেষটা দেখব' 

ছবি সংগৃহীত

'মাঠ ছাড়ব না, ভোটের শেষটা দেখব' 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাঠ ছাড়ব না, ভোটের শেষটা দেখব। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে না পারে।

আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে একাধিকবার জানালেও তারা কোনো সাড়া দিচ্ছে না।

তিনি বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন ধারাল অস্ত্র নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। তারা যেটাই করুক আমরা নির্বাচনের শেষটা দেখব। নির্বাচনের মাঠ ছাড়বো না।

আমরা নির্বাচনে অংশ নিয়ে দেখিয়ে যেতে চাই এদেশে নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, কিছুদিন আগেও ভোটের সুষ্ঠু পরিবেশ ছিল। এখন তা নষ্ট হয়ে গেছে। গত কদিন ধরে বিএনপির শীর্ষ নেতাদের উপর আওয়ামী লীগ জুলুম-নির্যাতন করছে। আমাদের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। প্রার্থীদের স্ত্রী-পরিজনদেরও রেহাই দেয়া হচ্ছে না। নির্বাচনী প্রচার কার্যক্রমে বিএনপিকে অংশ নিতে দেয়া হচ্ছে না।

এসময় জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


NEWS24▐ কামরুল


 

সম্পর্কিত খবর