মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল ভালোই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। নিজের কোটার ৪ ওভারে প্রায় ১৪ গড়ে রান খরচ করেছেন ৫৫। বিনিময়ে উইকেট শিকার করতে পেরেছেন কেবল একটি। কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে সূর্যকুমার যাদবের তুলে দেওয়া বলে মোস্তাফিজের অসাধারণ ক্যাচটি নিয়ে প্রশংসার বন্যা বইছে।
অবশ্য বাউন্ডারি লাইনের ক্যাচটি মোটেও সোজা ছিলো না। সেটি ধরতে গিয়ে মোস্তাফিজ নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে সঠিক সময়ে বাউন্ডারি লাইনের ভেতর ছুঁড়ে দিয়ে একটি পা দিয়ে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ লোফেন।
রিভিউ দেখার পর আউট দেওয়া হয়। তবে মোস্তাফিজের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি তার ক্যাচের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এমন একটি দুর্দান্ত ক্যাচ হয়েছে ম্যাচসেরা ক্যাচ। যার জন্য ম্যাচ শেষে মোস্তাফিজ সেরা ক্যাচের পুরস্কার হিসেবে পেয়েছেন ভারতীয় ১ লাখ রূপি। বাংলাদেশের অর্থমূল্যে যা ১ লাখ ৩১ হাজার টাকারও বেশি। ক্যাচ ছাড়াও ম্যাচে একটি উইকেট পান ফিজ। টিম ডেভিডকে আউট করেন টাইগার এই পেসার। ম্যাচটিতে ২০ রানের জয় তুলে নেয় চেন্নাই।
news24bd.tv/SC