ভুরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন 

ভুরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন 

কুড়িগ্রাম প্রতিনিধি

একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা। ১৪ নভেম্বর এই দিনে পাক হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সাথে টিকতে না পেরে রায়গঞ্জের দিকে পিছু হটে পাক বাহিনী।  

তুমুল যুদ্ধ শেষে তৎকালিন সিও অফিস (বর্তমানে উপজেলা পরিষদ) এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে মুক্ত করা হয় ভূরুঙ্গামারী উপজেলা।  

দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য  ৮ ব্যক্তিকে ভুরুঙ্গামারী পাক হানাদার মুক্তদিবস পদক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ভূরুঙ্গামারী প্রেসক্লাব চত্বরের মুক্তমঞ্চে ইউএনও শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় সভায় মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমিন, এএসপি শওকত আলী, মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজুল ইসলাম টুকু, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমূখ।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর