ঘরের মেঝে ঝকঝকে রাখার সহজ উপায়

ঘরের মেঝে ঝকঝকে রাখার সহজ উপায়

অনলাইন ডেস্ক

একটি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেটি আগে চোখে পড়ে তা হচ্ছে সে ঘরের ফ্লোর বা মেঝে। বাড়ি খুব সুন্দর সাজিয়ে রেখেছেন কিন্তু ঘরের মেঝে অপরিষ্কার। তাহলে কি রকম দেখায় ? এই সমস্যা খুব সহজেই দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক।

১) ফ্লোর ক্লিনার দিয়ে প্রতিদিন ঘর মোছার পর, একটা নরম তোয়ালে বা নরম কাপড় দিয়ে শুকনো করে ফের ঘর মুছে নিন।  

২) ঘর মোছার পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। এতে মেঝের কালো দাগ সহজেই দূর হবে।

৩) সাদা মার্বেলের মেঝে থেকে হলদেটে ভাব দূর করতে তারপিন তেলে সামান্য লবণ  মিশিয়ে ভালো করে মুছে নিন।

এতে দেখবেন খুব দ্রুত ঘর ঝকঝকে হয়ে যাবে।

৪) ঘর মুছতে ব্যবহার করুন সুতির কাপড়। দেখবেন ঘেরে মেঝে ঝকঝকে হয়ে উঠবে।

৫) ঘর মোছার পানিতে নিমপাতা সেদ্ধ করা পানি মিশিয়ে নিন। এতে মেঝে যেমন ঝকঝকে হবে, তেমনি মশা, মাছির উপদ্রব থাকবে না।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক