ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার 

বহিষ্কার শিক্ষার্থীদের ৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার 

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।  

শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  

এতে আরও বলা হয়, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত  ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তোফাজ্জল নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। পরে রাতে হলের ক্যানটিনে বসিয়ে তাকে ভাত খাওয়ানো হয়।

এরপর আবারও মারধর করা হয় তাকে। ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।
 

news24bd.tv/আইএএম