গভীর জঙ্গলে পাতার নীচে নারীর লাশ

প্রতীকী ছবি

গভীর জঙ্গলে পাতার নীচে নারীর লাশ

মোহাম্মদ আল-আমীন, গাজীপুর

গভীর জঙ্গলের ভেতর কাচা পাতায় ঢাকা ছিল রাশিদার (৪০) মরদেহ। গরু চড়াতে গিয়ে মরদেহ দখতে পান স্থানীয় এক কৃষক। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ আজ (সোমবার) বেলা সাড়ে এগারটায় ওই নরীর মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মাদুরের ভিটা নামক স্থানের গভীর শাল গজারী বনে।

নিহত রাশিদা উপজেলার মাধখলা পূর্ব পাড়া গ্রামের শহিদুল্লার স্ত্রী।

নিহতের স্বামী জানান, রাশিদা স্থানীয় ইসরাক নামক কারখানায় চাকরি করতো। রোববার (২জানুয়ারি) সকালে রাশিদা বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি।

অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।

স্থানীয় কৃষক আশিক আজ সোমবার সকাল দশটার দিকে ওই বনের ভেতর গরু চড়াতে জান। বনের ভেতর কাঁচা পাতার স্তুপ দেখে এগিয়ে গিয়ে মরদেহ দেখতে পান।

জঙ্গলে মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে রাশিদার স্বজনরা ঘটনাস্থলে যায়। তার মরদেহ দেখতে পায়।

পরে শ্রীপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

আরও পড়ুন:

বসুন্ধরার কম্বল পেল গোদাগাড়ীর শীতার্ত মানুষ

news24bd.tv/  তৌহিদ

এই রকম আরও টপিক