পা ফাটার সমস্যা সমাধানে পেঁয়াজ

প্রতীকী ছবি

পা ফাটার সমস্যা সমাধানে পেঁয়াজ

অনলাইন ডেস্ক

শীতকালে অনেকেই পা ফাটার সমস্যা দেখা দেয়। তবে চিন্তার কোনো কারণ নেই এই পা  সমস্যা থেকে মুক্তি দিতে পারে পেঁয়াজ।

পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং আয়রন। ভিটামিন ই ও সি সমৃদ্ধ পেঁয়াজ ত্বকের যত্নে খুবই কার্যকর।

পেঁয়াজে থাকা ভিটামিন সি ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে পা ফাটা সমস্যার সমাধানে পেঁয়াজে ব্যবহারের কথা বলা হয়েছে।

আসুন সেটি একটু জেনে নেই:


আরও পড়ুন:
বড়দিনে বাতিল হাজার হাজার ফ্লাইট, বিপাকে মানুষ

বিনা চিকিৎসায় হাসপাতালে ধুঁকছেন খালেদা জিয়া: রিজভী

লঞ্চে আগুন: ২৯ জনের জানাজায় মানুষের ঢল

পর্যটক নারীকে ধর্ষণ: মূলহোতা আশিকের আস্তানার সন্ধান


পেঁয়াজের ব্যবহার:-

মিক্সিতে পেঁয়াজগুলি একবার ঘুরিয়ে নিয়ে পেঁয়াজ থেকে ভালো করে রস বার করে নিন। পেঁয়াজের রসের মধ্যে এক চামচ মধু ও অলিভ অয়েল মিশিয়ে তুলোয় করে গোড়ালির ফাটা স্থানে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

হাল্কা শুকিয়ে এলে ঠাণ্ডা পানিতে পা ধুয়ে নিন। নিয়ম করে সপ্তাহে তিন থেকে চার বার ব্যবহার করলে ম্যাজিকের মতো কাজ দেবে।

news24bd.tv/ নাজিম