ইরফানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা ডিবিতে

ইরফানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা ডিবিতে

নিজস্ব প্রতিবেদক

হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় কারাবন্দি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।  

বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহামম্দ জাহিদকে।

নৌ কর্মকর্তা ওয়াসিমকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় তাদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতে আনা হয় তাদের।

উভয় পক্ষের শুনানি শেষে নৌ কর্মকর্তা ওয়াসিমকে মারধরের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আদালত তাদের ৩ দিনের রিমান্ডে পাঠায়।  


আরও পড়ুন: ১৬ বছর পর ধর্ষণের সাজা


এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসামিক্ষের আইনজীবী জানান, আসামিরা গ্রেপ্তার থাকার পরও তাদের রিমান্ড দেওয়া অমানবিক।

মামলার শুনানি দেখতে আদালতে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর ৫ সদস্যের প্রতিনিধি দল।

এর আগে তার বাসার অভিযান চালিয়ে মদ ও অবৈধ ওয়াকিটকি উদ্ধারের দুটি মামলায় ১ বছরে কারাদণ্ড দেয় আদালত।

news24bd.tv তৌহিদ

 

সম্পর্কিত খবর