দেশে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি

দেশে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি

অনলাইন ডেস্ক

দেশে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) তৌহিদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, দেশের মোট ৬৮ কারাগারে ফাঁসির আদেশপ্রাপ্ত ৪৯ জন নারী কনডেম সেলে আছেন। তবে এখন পর্যন্ত দেশে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি।

সূত্র জানায়, বরগুনায় রিফাত শরিফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়শা আক্তার ওরফে মিন্নিসহ মোট ৮৮৮ জন বন্দী দেশের ৬৮ কারাগারের কনডেম সেলে আছেন।

এই বন্দীদের মধ্যে ৪৯ জন নারী।

আরও পড়ুন: বারান্দায় প্রস্রাব-পায়খানা করায় শিশুকে ছুড়ে হত্যা করে বাবা!

সূত্রটি আরও জানায়, আদালতে ফাঁসির রায় ঘোষণার পর আসামিকে কারাগারের কনডেম সেলে নেওয়া হয়। গত বছরের জুন মাসে বরগুনায় সংঘটিত রিফাত শরীফ হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়শাসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন আদালত।

আরও পড়ুন:  যুবককে থানায় ধরে এনে ধর্ষণ মামলা করল ‘দুই ভাইয়ের বউ’!

গত বুধবার বরগুনার আদালত রায় ঘোষণার পর ছয়জনকে চিরাচরিত নিয়ম অনুযায়ী কারাগারের কনডেম সেলে নেওয়া হয়েছে।

তারা ফাঁসির আগ পর্যন্ত সেখানেই থাকবেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর