সিপিডি সব সময় আন্দাজে কথা বলে এবং এটিই তাদের ব্যবসা : অর্থমন্ত্রী

সিপিডি সব সময় আন্দাজে কথা বলে এবং এটিই তাদের ব্যবসা : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ অর্থ বছরে সরকার ৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি বলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি যে মন্তব্য  করেছে, তা সঠিক নয় বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আয়কর বিভাগের রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোনা ও কর্ম পরিকল্পনা সংক্রান্ত অন লাইনে এক সংবাদ সম্মেলনে সিপিডির উদ্দেশ্যে অর্থমন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সিপিডি সব সময় আন্দাজে কথা বলে এবং এটিই তাদের ব্যবসা। অর্থমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থ বছরে লক্ষমাত্রার চেয়ে ৫ হাজার কোটি টাকা রাজস্ব কম আহরণ হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/সুরুজ আহমেদ