আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু?

আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু?

অনলাইন ডেস্ক

রেলক্রসিং পারাপারের সময় রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে মহানগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান।

তিনি জানান, নিহতরা হলেন- মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (৩)।

‌‌সোমবার দুপুরে রেলস্টেশন থেকে ২টা ১৫ মিনিটের খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল।

কিন্তু ট্রেনটি বিলম্ব করে। পরে সাড়ে তিনটার দিকে সেটি ভদ্রা জামালপুর রেলক্রসিং অতিক্রম করছিল। সে সময় রেলক্রসিং পার হতে গিয়ে কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে ট্রেনে কাটা পড়েন। এর মধ্যে রুবেল ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় তার শিশুকন্যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শিশুটিরও মৃত্যু হয়।

তবে আশপাশের লোকজন এটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করলেও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, এটি একটি দুর্ঘটনা।

রেলক্রসিংয়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুবেল ও তার মেয়ে আত্মহত্যা করেছেন এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর