শিশু তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ৫ম দিনের মতো বিক্ষোভ

শিশু তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ৫ম দিনের মতো বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে নির্মমভাবে ৫ বছরের শিশু তুহিন হত্যার প্রতিবাদ জানিয়ে ও এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৫ম দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করেছেন সুনামগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ।

শুক্রবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে কালেকণ্ঠ শুভসংঘের ব্যাণারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন লেখক, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীসহ সুধীজন ও বিভিন্ন পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিনের মত এই যে ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যৎ এ আর না ঘটে এই জন্য যারা তুহিনকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আর সমাজে যে নিষ্ঠুরতার জন্ম নিয়েছে, যে প্রতিহিংসার জন্ম নিয়েছে এই জন্য শুধু অপরাধী দায়ী নয় সমাজ ও রাষ্ট্র দায় এড়াতে পারে না।

এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, জুবায়ের আহমদ অপু, শামস শামীমসহ প্রমুখ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল