গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন ব্লিঙ্কেন 

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন ব্লিঙ্কেন 

অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় গত এক বছর ধরে চলা যুদ্ধে বিরতি টানতে এই নিয়ে দশম বারের মত মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিঙ্কেন।  

আশা করা হচ্ছে, ব্লিঙ্কেন মিশরীয় নেতা আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে দেখা করবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানা গেছে। তবে কূটনৈতিক এই সফরে ইসরায়েলে যাচ্ছেন না ব্লিঙ্কেন।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ব্লিঙ্কেন মিশরের কর্মকর্তাদের সাথে বেশ কিছু বিষয়ে বৈঠক করবেন। তবে এই সফরের মূল উদ্দেশ্য হবে যুদ্ধ বিরতি দ্রুত কার্যকর করা।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ৪১,২৫২ ফিলিস্তিনি নিহত এবং ৯৫,৪৯৭ জন আহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস আক্রমণ চালায়।  ইসরায়েলে হামাসের করা হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়, এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর হামাসকে মোকাবেলায় পালটা আক্রমণ শুরু করে ইসরায়েল। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম