গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ফের হামলা করেছে ইসরায়েল। এতে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

গত বছরের অক্টোবর থেকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

সেই থেকে গাজায় ইসলায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪১ হাজার ১০০ ছাড়িয়েছে।  হামলায় আহত হয়েছেন ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি।  

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে।

ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ৬ সহায়তা কর্মীও রয়েছেন।

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ১১৮ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক