বিশ্ব ওজোন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পরিবেশ অধিদপ্তর

সংগৃহীত ছবি

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পরিবেশ অধিদপ্তর

অনলাইন ডেস্ক

'করবো ওজোনস্তর সংরক্ষণ, রুখবো জলবায়ু পরিবর্তন' এই শ্লোগানে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

টিএসসি ঘুরে আবার একইস্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ক্ষতিকর এমন পণ্য পরিহার করতে হবে। সামাজিক এই আন্দোলনে সর্বস্তরের মানুষের যোগ দেয়ার আহবান জানান।

শোভাযাত্রায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কয়েকটি পরিবেশবাদী সংগঠনও শোভাযাত্রায় অংশ নেন।

news24bd.tv/DHL