ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, নিহত ৩৩

সংগৃহীত ছবি

ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, নিহত ৩৩

অনলাইন ডেস্ক

টাইফুন ইয়াগির পর মিয়ানমারে ভয়াবহ বন্যা হয়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এছাড়া ২৩০,০০০ এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে বলেও জানা গেছে।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবর অনুসারে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং শুক্রবার ১৩ সেপ্টেম্বর এক বৈঠকে সরকারি কর্মকর্তাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পেতে বিদেশি দেশগুলোর সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।

রাজধানী নেপিডাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটি।

মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক নিউ লাইট বলছে, গৃহহীনদের জন্য কিছু অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

জাতিসংঘের মতে, তিন বছরের গৃহযুদ্ধের কারণে মিয়ানমার থেকে ২.৬ মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মারা গেছে।

এর আগে বিদেশ থেকে আসা মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে।

গত বছর দেশটির পশ্চিমে আঘাত হানা একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ  মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন তাদের কাছে পৌঁছানোর চেষ্টাকারী সহায়তা গোষ্ঠীগুলোকে প্রবেশের অনুমোদন স্থগিত করেছিল জান্তা সরকার। সূত্র: বিবিসি 
 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক