৫ আগস্টের পর চিহ্নিত একটি দল চাঁদাবাজি শুরু করেছে: মুফতি ফয়জুল করিম

৫ আগস্টের পর চিহ্নিত একটি দল চাঁদাবাজি শুরু করেছে: মুফতি ফয়জুল করিম

শরীয়তপুর প্রতিনিধি

৫ আগস্ট সরকার পতনের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এতোদিন কি করেছে তারা? এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলছেন।

আপনাদের কী শক্তি আছে তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ুই খাওয়ার দল।

তিনি আরও বলেন, আন্দোলন করবো আমরা, আর ক্ষমতায় যাবেন আপনারা। এটা হতে দেয়া যাবে না।

আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেয়া হবে না।

শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং হাফেজ মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অনেকে।

news24bd.tv/SHS