সংবিধান সংশোধনের পরিকল্পনা রয়েছে, তবে একটু সময় লাগবে: হাসান আরিফ

সংগৃহীত ছবি

সংবিধান সংশোধনের পরিকল্পনা রয়েছে, তবে একটু সময় লাগবে: হাসান আরিফ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের এক মাস পুর্তি হয়েছে আজ। এই এক মাসে কী কী বিষয় সংস্কার নিয়ে কাজ করেছেন, এমন প্রশ্নের জবাবে হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে।

তবে মাথায় রাখতে হবে, সংবিধান তৈরি করতে এত সময় লেগেছে, ৫২ বছর ধরে যেটা বিদ্যমান আছে, সেটা তো মুখের কথায় সংশোধন হবে না। অনেক চিন্তাভাবনার বিষয়।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সংবিধানের ৫০টি জায়গায় পরিবর্তন আনা হয়েছে।

এক থেকে চতুর্থ সংশোধনী, এরপর পঞ্চদশ সংশোধনীর কথা বলতে চাই। চতুর্থ সংশোধনীতে এসে আটকে যাব। যার মাধ্যমে বাকশাল গঠিত হয়েছিল। একদলে রূপ নিয়েছিল। সেটা কি সংবিধানসম্মত ছিল? ধারাবাহিকভাবে মানুষকে জিম্মি করে রাখার প্রক্রিয়া ছিল। ’

সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্র-জনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। ’


এছাড়া হাসান আরিফ আরও বলেন, ‘সাধারণ মানুষের সেবক না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে। সবার দাবি সংস্কার, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে। ’

ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়। এসময় তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণা বাড়াতে হবে।

news24bd.tv/এসএম