সংবিধান সংশোধনের বিষয়ে যা বললেন সারজিস

কথা বলছেন সারজিস আলম (ফাইল ছবি)

সংবিধান সংশোধনের বিষয়ে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বর্তমান সংবিধানে এমন কিছু ধারা আছে সেটি দেশের বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের জায়গা থেকে সংবিধান সংশোধনের কাজ করে। ’ 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন। আজ সারাদিন সেখানে ছাত্রজনতার সঙ্গে মতবিনিয়ম করেন সারজিস আলমসহ অন্যরা।

 
 
তিনি বলেন, ‘১৬ বছরে রাজনৈতিক দলগুলোর ঈদের পরে, পূজার পরের আন্দোলন নয়; ছাত্রজনতার বিপ্লবেই ফ্যাসিস্টের পতন হয়েছে। ’

সারজিস বলেন, ‘ছাত্রদের ওপর মানুষের যে আস্থা, তা রাজনৈতিক দলগুলোর ওপর নেই। তাই এখন সময় সেই আস্থার প্রতিদান দেওয়ার। ’ 

সরাজিস বলেন, ‘পরিচ্ছন্ন দেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হতে হবে।

অন্যথায় আবারও ফ্যাসিস্টরা ক্ষমতায় আসবে। ’

news24bd.tv/আইএএম