ভারতের লখনৌয়ে ভবন ধস, নিহত ৮

সংগৃহীত ছবি

ভারতের লখনৌয়ে ভবন ধস, নিহত ৮

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসের ঘটনা ঘটেছে। বহুতল ওই ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কি না, তার জন্য কাজ করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং দমকল।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পরিবহন নগর এলাকায় তিনতলা ভবনটি ধসে পড়ে। শনিবার পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের তথ্য অনুসারে, রোববার সকালে আরও তিন জনের দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা ৮ এ দাঁড়িয়েছে।     

রোববার সকালে যাদের দেহ উদ্ধার হয়েছে তারা হলেন, কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জাগরূপ সিংহ (৩৫)।

যে বহুতল ভবনটি ভেঙে পড়েছে সেটি একটি ওষুধ সংস্থার গুদামঘর হিসাবে ব্যবহার হত। শনিবার বিকেল ৫টায় সেটি ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, চার বছর আগে বহুতলটি নির্মাণ হয়েছিল। বেশ কিছু দিন ধরে মেরামতির কাজ চলছিল সেখানে। তখনই বহুতল ভবনটি ভেঙে পড়ে।

যে সময়  বহুতল ভবনটি ভেঙে পড়ে সেই সময় নীচের তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। ওই ওষুধ সংস্থার কর্মী আকাশ সিংহ বলেন, “বহুতলের স্তম্ভে ফাটল ধরেছিল। আমরা সকলেই নীচের তলায় নেমে এসেছিলাম। বৃষ্টি চলছিল। হঠাৎই ভেঙে পড়ে গোটা বাড়িটি। ” সূত্র: আনন্দবাজার  

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক