পরিবহন চাঁদামুক্ত রাখতে সহযোগিতা চান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

পরিবহন চাঁদামুক্ত রাখতে সহযোগিতা চান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

পরিবহন চাঁদামুক্ত, দখলমুক্ত রাখতে অন্তর্বর্তীকালীন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান সংগঠনটির নেতারা।

তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাবেক দুই নেতা জ্বালাও, পোড়াও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের নামে নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এছাড়া আহত ও নিহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতার নামে সরকারি ফান্ড থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা।

সংগঠনের নিয়ম ভঙ্গ করে বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় নানা অপকর্ম করে আসছিল সংগঠনের নেতারা।

পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, পরিবহন সেক্টরে চরম নৈরাজ্যের অবসান হয়েছে। পরিস্থিতি দিন দিন উন্নতি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।

news24bd.tv/তৌহিদ