জঞ্জাল পরিষ্কার করতেই সময় যাচ্ছে 

ফাইল ছবি

আগামীকাল ৮ সেপ্টেম্বর সরকারের ১ মাস পূর্তি

জঞ্জাল পরিষ্কার করতেই সময় যাচ্ছে 

অনলাইন ডেস্ক

আগামীকাল ৮ সেপ্টেম্বর। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে  গত ৫ আগস্ট। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে৷ 
দায়িত্ব গ্রহনের একমাস পর প্রথম ছাত্র-জনতার আকাঙ্খার কতটুকু স্বপ্ন কতোটুকু বাস্তবায়িত হয়েছে , সরকার কি সঠিক পথে এগুচ্ছে এসব নিয়েই প্রতিবেদন করেছে  ডয়েচে ভেলে।  

বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন ডয়েচে ভেলেকে বলেন, ,‘এখনো সরকারের কাজ নিয়ে বিশ্লেষনের সময় হয়নি৷ তাদের আগুন নেভাতে আর ঘর গোছাতেই সময় চলে গেছে৷ এর মধ্যে শুরুতেই বানের মতো দাবি আসতে শুরু করে৷ তারপর আসে সত্যিকারের বান, অর্থাৎ বন্যা৷ এগুলো সামাল দিতে হয়েছে৷ তারপরও কিছু পদক্ষেপ তারা নিয়েছে, সেটা ইতিবাচক৷ যেমন, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে৷ ৷’
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘এখনো মূল্যায়নের সময় হয়নি৷ এখন এই সরকার কেবল দায়িত্ব নিলো৷ ফলে তারা যদি ভালো কাজ করেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে, তাহলে জনগণ প্রশাংসা করবে৷ আর যদি তারা ভালো কিছু না করতে পারেন, তাহলে মানুষ সমালোচনা করবে৷ ফলে তাদের কাজের মূল্যায়ন করার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে৷ এক্ষুনি কিছু বলা ঠিক হবে না৷’
পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘একটা অভ্যুত্থানের পর আপনি চাইলেই সবকিছু সঠিকভাবে করতে পারবেন না৷ কারণ, এখানে অনেক মানুষের চাওয়া পাওয়ার বিষয় থাকে৷ কেউ মামলা করতে গেলে পুলিশ যদি সেই মামলা না নেয়, তাহলে তারা নিজেদের বঞ্চিত মনে করবে, হতাশায় ভুগবে৷ এখন মামলা মানেই তো সবকিছু না৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো ইতিমধ্যে বলা হয়েছে মামলা মানেই গ্রেপ্তার নয়৷ এই মামলাগুলো তদন্ত হবে, তারপর পুলিশ চার্জশিট দেবে৷ এরজন্য সময় লাগবে৷ আমার মনে হয়, তদন্তে এগুলো ঠিক হয়ে যাবে৷’

news24bd.tv/ডিডি