জ্বালানি খাতে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে: ড. দেবপ্রিয়

জ্বালানি খাতে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক

মেগা প্রকল্প, ঋণ চুক্তি, জ্বালানি, ব্যাংক খাতসহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অর্থনীতির শ্বেতপত্র কমিটি। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জ্বালানি খাতের প্রকল্পে বৈদেশিক ঋণের চুক্তি আগে খতিয়ে দেখিবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কি কি নিয়ে কমিটি কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে।

এজন্য অংশীজনের সাথে আলোচনা শুরু হবে শিগগিরই।

তিনি বলেন, দেশ ও দেশের বাইরে বিশিষ্টজনের সঙ্গে আলোচনা করে মতামত নেয়া হবে। দুই তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি রিপোর্ট জমা দেয়া হবে। ড. দেবপ্রিয় আরও বলেন, আগামী ২ মাসের মধ্যে কমিটির কাজ শেষ করবে।

বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান ও ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA