রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে: পাইলট

রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে: পাইলট

অনলাইন ডেস্ক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, একটি পক্ষ বিপদে ফেলতে তার নামে রাজনৈতিক দলের ট্যাগ লাগানোর চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি তার বিরুদ্ধে আনা জমি দখলের অভিযোগের বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত বলে জানিয়েছেন।

এসময় তিনি আরও বলেন,  সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ করা হয়েছে।

গোদাগাড়ীর যে জমি নিয়ে অভিযোগ করা হয়েছে সেটা ২০২৩ সালের কেনা হয়েছে। জমিটি কেনার পর নাসরিন সুলতানা ভুয়া দলিল করে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। আদালতে মামলা করেও পরাজিত হয়। ইতোমধ্যে বেশ কয়েকবার জোর করে দখলের চেষ্টা করেছে।

আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

তিনি উল্লেখ করেন, একটি পক্ষ আমার নামে রাজনৈতিক দলের ট্যাগ লাগাচ্ছে। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর কাছে থেকে পুরষ্কার নিয়েছি। সেটা অর্জন করতে হয়েছে। এটা কোন দল করার প্রমাণ বহন করে না।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নাসরিন সুলতানা নামের একজনের পক্ষে তার ভাই হাসিনুর রহমান মুকুল সংবাদ সম্মেলন করে পাইলটের বিরুদ্ধে জমি দখল ও হুমকি দেয়ার অভিযোগ করেছিলো।

news24bd.tv/SC