বলিউডে সমানাধিকারের জন্য লড়াই করতে হয়: কার্তিক

সংগৃহীত ছবি

বলিউডে সমানাধিকারের জন্য লড়াই করতে হয়: কার্তিক

অনলাইন ডেস্ক

বলিউডে বহিরাগত শব্দটি বেশ আলোচিত। পূর্ব পরিচিত কেউ না থাকলে এই পাড়ায় টিকে থাকা মুশকিল হয় যেকারো জন্য। তেমনই হয়েছিল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ক্ষেত্রে।  

সম্প্রতি ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকের নজড় কাড়েন কার্তিক।

বলিউডের বাইরে থেকে এসেও সমকালীন প্রথম সারির তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তবে শুরুতেই তার পথ চলা এত সহজ ছিল না।  সম্প্রতি এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন কার্তিক।

এই অভিনেতা বলেন,” একজন বহিরাগতর জন্য ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া এবং নিজের জায়গা তৈরি করে নেওয়া সহজ নয়।

এই জগতে যদি আপনার খুঁটির জোর না থাকে তাহলে আপনার স্বীকৃতি পাওয়া, কাজের সুযোগ পাওয়া অনেকটা কঠিন হবে। সেই পরিস্থিতি অবশ্যই আপনাকে প্রভাবিত করবে। কিন্তু আপনাকে শিখতে হবে একদম প্রথম থেকে। নিজের রাস্তা নিজেকেই করে নিতে হবে। লড়াই করে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। ”

তিনি আরও বলেন, “ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে সুযোগ পাওয়া এবং নিজের কাজের জন্য প্রশংসা আদায় করে নেওয়া কঠিন এবং সেটা শেষ পর্যন্ত মনের উপর প্রভাব ফেলে। নতুন করে সবকিছু শেখার পরও সমানাধিকারের জন্য লড়াই করতে হয়। ”

আগামীতে কার্তিককে দর্শক ‘ভুলভুলাইয়া ২’ সিনেমায় দেখতে পাবেন। সূত্র: আনন্দবাজার

 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক